বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।। পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী ও পাকশী বিভাগের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে রেল লাইন,সিগ্নেলিং,ক্যারেজ ও লোকোসেডসহ গুরুত্বপূণৃ সকল বিভাগের বাস্তব অবস্থা পরিদর্শণ পূর্বক চিহ্নিত করণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শনে এসেছি যাতে নিখুতভাবে সেগুলোকে ভাল পর্যায়ে নেওয়া যায়।
যার মধ্যদিয়ে যাত্রীদের সেবার মান আরও বৃদ্ধি করা যায় বলে জানিয়েছেন,বাংলাদেশ রেলওয়ে ইনস্পেক্টর জেনারেল মোঃ মইনুল ইসলাম। আজ রবিবার সকালে রেলওয়ে স্টেশন ঈশ্বরদী থেকে সান্তাহার পর্যন্ত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আমাদের লোকো ও ক্যারেজ স্বল্পতা আছে উল্লেখ করে তিনি আরও বলেন,আমাদের লোকো ও ক্যারেজ স্বল্পতাফুরণ সাপেক্ষে এই অঞ্চলের জনগণের জন্য যেটা ভাল হয় সেটা করা হবে।
যেখানে বেশীরভাগ লাভ আছে আমরা সেটাই করব।রেলওয়ের অনেক প্রকল্প চালু আছে এবং আরও অনেক প্রকল্প আসছে গুরুত্ব অনুযায়ী সেই প্রকল্পের মাধ্যমই ঈশ্বরদী রেলওয়ে ঐতিহাসিক জংসন স্টেশনকে আধুনিকায়ন করা হবে। একই সাথে তিনি চলাচলের অযোগ্য রাস্তা গুলোর অবস্থা পর্যবেক্ষণে আছে উলেলখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,জনগণের চাহিদা ও মতামত শুনলাম সেগুলোর সমাধান করার জন্য আমার প্রেিবদনে গুরুত্বসহকারে উল্লেখ করব।
#এসময় পশিচমাঞ্চল রেলওয়ের জিএম,ফরিদ আহমেদ,প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, প্রধান পরিবহণ কর্মকর্তা আহসান উল্লাহ ভ’ইয়া, প্রধান সংকেত ও টেলিকমিউনিকেশন কর্মকর্তা আলহাজ্ব মিজানুর রহমান,প্রধান ভ’সম্পত্তি কর্মকর্তা নাদিম সরওয়ার,পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ,প্রধান বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা,ডিইএন টু নাজিব কায়সার,ডিএমই লোকো ময়েন উদ্দিন,ডিএমই লোকো রবিউল ইসলাম, ভ’সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম,পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগম, পাকশীর সিআরএনবি রেজায়ানুল হক,পাকশীর এসি আরএনবি আতাউর রহমান ও পাকশীর এইএন আবু জাফরসহ সংশ্লীষ্ট বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
# জিআইবিআর মোঃ মইনুল ইসলাম সকাল দশটা থেকে ঈশ্বরদী রিক্সা সমিতি,তৃপ্তি হোটেল, পুরাতন কাপড় মার্কেট,বুকিং অফিস স্টেশন মাস্টারের অফিস,অনডিউটি স্টেশন মাস্টারের অফিস পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পরে তিনি সকলকে সাথে নিয়ে পরিদর্শন ট্রেনযোগে ঈশ্বরদী-আজিম নগরের মাঝে রেলট্র্যাক পরিদর্শন শেষে সান্তারের উদ্দেশ্যে রওনা দেন।#
তাং--১৪.১২.২০২৫

0 Comments