স্টাফ রিপোর্টার ॥ আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে বিক্রির সময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদী গোয়েন্দা শাখার হাতে আটক হয়েছে দু’টিকিট কালোবাজারি। শুক্রবার দুপুরে চাটমোহর স্টেশনে আটককৃতরা হলো চাটমোহর অমৃতকুন্ড গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল জলিল ও ঈশ্বরদীর রুপপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মনিরুল ইসলাম। আটকের সময় তাদের নিকট থেকে ঢাকা গামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৫১’শ ত্রিশ টাকা মূল্যবানের ১৯ টিকিট ্উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদী গোয়েন্দা শাখার এএসআই সিদ্দিকুর রহমান জানান,চীফ কমান্ডেন্ট মোহা অশাবুল ইসলাম স্যারের নির্দেশে গোপন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।#
0 Comments