শিরোনাম

10/recent/ticker-posts

বিএনপিকে গালাগালি করে শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক দলের যারা উত্তর সূরী ছিলেন তারা আজকে বিএনপির ওপরের দিকে রয়েছে--- বিএনপির কেন্দ্রিয় নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার


স্টাফ রিপোর্টার  ।। যারা প্রকৃত বিএনপি করে  বিএনপি প্রতিষ্ঠা করেছে তারা আজ  ব্যর্থ ঠিক আর যারা সেই সময়  বিএনপিকে গালাগালি করে শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক দলের উত্তর সূরী তারা আজকে ওপরের দিকে আছ্ েতিনি বলেন, আমরা ব্যাফুটে থাকলেও আমরাই বিএনপিকে প্রতিষ্ঠা করেছি- বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ শনিবার সকালে পাকশীর বাঘইলস্থ নিজ বাড়ির আঙ্গিনায় বৃহৎ আকারে বেগম জিয়ার রোগমুক্তি কামনা এবং বিজয় দিবস পালনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির প্রবীন নেতা আবক্দুস সোবহান,উপজেলা বিএনপির সহসভাপতি,আবুতালেব ফকির,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,এবিএম, আব্দুস সাত্তার বিশ্বাস,ইব্রাহিম হেসেন, ফজলু মাস্টার,আক্তার মল্লিক.মোহাম্মদ আলী কাজল,কবীর আহমেদ,বাচ্চু হোসেন, মুন্তাজ হোসেন, রঞ্জু আহমেদ,রঞ্জু মেম্বর,আব্দুল লতিফ কিরণ,আলহাজ্ব আজি হক.হাজি আকমল হোসেন,স্বপন আলী,দর্পন সরদার,মাসুদ রানা ইমরান,সাইদুল ইসলাম,কামরুল ইসলাম,সোহেল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন,এদেশে সকল ধর্মবর্ণ ও ভাষাভাষিরর মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করবে সেই লক্ষ্য নিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৃষ্টি করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদ শহীদ জিয়ার একটি মতবাদ উল্লৈখ করে প্রধান অতিথি বলেন,বাংলাদেশের ভৌগলিক সীমা রেখার মধ্যে যারা বসবাস করবে  এটচা তাদের সবার মাতৃভূমি । এই মাতৃভু’মিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। হযরত মোহাম্মদ সাঃ প্রেসিডেন্ট  হয়েও চার্টার অব মদিনায় বলেছিলেন,সকল ধর্মবর্ণ এবং ভাষাভাষির মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করবে এবং মদিনাবাসীরা আক্রান্ত হলে সকল মদিনা বাসী মিলে মদিনাকে রক্ষা করেছিল। মদিনা ঘোষনা এবং শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচিতে সকল ভাষাভাষির মানুষকে ঐক্যবদ্ধ করে মানবিক রাষ্ট্র এবং সবার ওপরে মানবতা প্রবর্তন করা হবে সেই লক্ষ্যকে সামনে রেখ শহীদ জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপি গঠণ করেছিলেন। 

সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামি ১৬ ডিসেম্বর পাকশীতে ঈশ্বরদী উপজেলাসহ বিএনপিসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুািক্ত কামনায় বৃহৎ আকারে দোয়া মাহফিল ও বিজয় দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।#

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ