স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। বিএনপির পক্ষ থেকে পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) প্রাথমিকভাবে মনোনীত আওয়াওয়মীলীগ থেকে আসা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবিতে ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল বের করা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যার পর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মশাল মিছিলটি আলহাজ্ব সুতাকল মোড় থেকে শুরু করে ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট বাস টার্মিনালে এসে এক পথসভায় মিলিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা। তিনি বলেন, আওয়ামীলীগ থেকে আসা পাবনা জেলা বিএনপির ব্যর্থ ও গ্রুপিং সৃষ্টিকারী আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে যা ঈশ্বরদী ও আটঘরিয়ার তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা কোনভাবেই মেনে নিবেনা। কারণ তিনি অঅওয়ামীলীগের দোসর এবং বিএনপিতে যোগদান করার পর থেকেই কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি থাকা কালিন সময়ের তার পক্ষে সমর্থনকারী ঈশ্বরদী-আটঘরিয়ার আওয়ামীলীগের সদস্যদের নিয়ে তিনি বিএনপির রাজনীতি করার অপচেষ্টা করে যাচ্ছেন। শুধু তাইনয়, তিনি বিএনপিতে যোগদানের পর থেকেই ঈশ্বরদীর একটি পরিবারকে সাথে নিয়ে কুড়াল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে এবং বিএনপি মনোনীত প্রার্থীর বিরোধিতা করে বিএনপি প্রার্থীর এবং দলকে বার বার ক্ষতি গ্রস্থ করেছেন। তিনি পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও উপস্থিত নেতাকর্মীদের জানান। বিএনপিনেতা এসএম,ফজলুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আনোয়ার হোসেন জনি,ফারুক চেয়ারম্যান,ঠাকুর জাহাঙ্গীর,পিপ্পু হোসেন,হিরক সরদার,বিষ্ট সরকার ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#
তাং-২৪. ১১.২০২৫


0 Comments