শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনের বিনাশ্রম কারাদণ্ড

নয়নইসলাম,ঢাকাঅফিস।। ঈশ্বরদীর পদ্মা নদীর সাড়া ঘাট এলাকার  জন ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।সহকারী কমিশনার ভূমি  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকারের অফিস ও লক্সিকুন্ডা নৌফাঁড়ির পক্ষ থেকে দেওয়া পৃথক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে  এসব তথ্য জানাগেছে।

 প্রেসবিজ্ঞপ্তির সূত্রমতে,সোমবার (২৯ সেপ্টেম্বরবিকেলে উপজেলার ইসলামপাড়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে তাদের আটক করা হয় এবং ভাম্যমান আদালতের মাধ্যমে সাঁজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেনবরগুনা জেলার আমতলা উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মোজলিল মিয়ার ছেলে মোবিল্লাল হোসেন (৩৫), দেলোয়ার হাওলাদের ছেলে মোআবু সালেহ (২৫), একই এলাকার সোবাহান আলীর ছেলে মোসিরাজুল ইসলাম (২২),ঈশ্বরদী উপজেলার শেখেরচর গ্রামের রফেজ মহলদার এর ছেলে মোহামিদুল ইসলাম (৩৮এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার আলিগঞ্জ গ্রামের মোগোলাম মাওলা ছেলে মোকামাল হোসেন (৪৮) 

তারা সাড়া উনিয়ন ইসলামপাড়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল বলে অভিযোগ রয়েছে। বালুমহাল  মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার।  অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের ইনচার্জ মোঃ মনির হোসেন  ঈশ্বরদী থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশ এবং নৌ পুলিশেরএকটি চৌকস টিম।#

সাহআলম/মনিরা-29.09.2025

 

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ