স্টাফ রিপোর্টারে,ঈশ্বরদী ।। ঈশ্বরদীর বাবুপাড়ার চাচা সাইফুল ইসলাম ও চাচাতভাই সায়েম কর্তৃক ভাতিজা মাহবুবুর রহমান ইভনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও হাতের রগ কেটে গুরুতর জখম করা হয়েছে । গত ২৪/০৯/২৫ ইং তারিখ সকালে নিজ বাড়িতে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করা হয় । এ বিষয়ে গত ২৫/০৯/২৫ ইং তারিখে মাহবুবুর রহমান ইভন বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন । শনিবার সকালে ঈশ্বরদী থানায় দায়ের করা এজাহার,আহত ইভনের চাচা ও মামলার সাক্ষী জিয়াউল করীম কামরুলের দেওয়া অভিযোগ এবং ঈশ্বরদী থানাসূত্রে জানাগেছে, মাহবুবুর রহমান ইভন গত ২৪/০৯/২০২৫ তারিখ সকালে নিজ পৈতৃক বাড়িতে প্রবেশের সময় ঈশ্বরদীর খান মার্কেটের স্টার এন্টারপ্রাইজ ইলেকট্রিক দোকানের মালিক আব্দুস সবুর মধু ও মোহাম্মদ আলীর সহযোগিতায় তাদের ভাই সাইফুল ইসলাম ও তার ছেলে স্টার এন্টারপ্রাইজের কর্মচারী সায়েম তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও হাতের রগ কেটে দেয়। এসময় ইভনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে ইভনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঈশ্বরদী হাসপাতাল কর্তপক্ষ তাকে পাবনা সদর হাসপাতালে রেফার করে ইভনকে আক্রমন করে আহত করার বিষয়টি ৯৯৯ নম্বরে এ ফোন করে পুলিশকে অবহিত করা হয়।
এদিকে ঘটনার পর চাচা সাইফুল,বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ইভনের ঘর দখল করে নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্র, ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল অবৈধভাবে দখল করে ঘরে তালা লাগিয়ে দেয়।#
0 Comments