মুক্তার হোসেন,ঈশ্বরদী ॥ বুধবার বিকেলে পাকশীতে রেলওয়ে গার্লস্ হাই স্কুল গেট থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশায় তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার ঘটনা ব্যর্থ করে দিয়েছেন স্থানীয় সচেতন জনতা। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী নাইমসহ তার অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে গেছে। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ খানের নির্দেশে ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের পরামর্শে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, ঐদিন দুপুরে পাকশী গার্লস হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাপিয়া সুলতানা রুপা স্কুল ছুটির পর গেট থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা স্থানীয় সাবেক মেম্বরের ছেলে নাইম তার বন্ধুকে সাথে নিয়ে তাকে মারপিট ও জোরপূর্বক একটি অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় রুপার চিৎকারে ও অটোচালকের সহযোগিতায় আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। সচেতন জনতার পক্ষ থেকে সাহাবুল নামের এক ব্যক্তি তাৎক্ষণিকভাবে ওই যুবককে ধরে ফেলে এবং তাকে মারধর করে অপহরণের চেষ্টা প্রতিহত করে। এক সুযোগে নাইমসহ তার সহযোগী বন্ধু পালিয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ভুক্তভোগী রুপা ও তার অভিভাবকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ থানায় মামলার রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
ক্যাপশসন ॥ প্রধান শিক্ষকের নিকট রুপাসহ সহপাঠিরা অভিযোগ দিচ্ছেন-১, এবং স্তানীয় সচেতন মহলের একাংশ-২ নং ছবি।
0 Comments