শিরোনাম

10/recent/ticker-posts

 


ঈশ্বরদী তে মানববন্ধন,মহাসড়ক অবরেরাধ ও হত্যাকারীর ফাঁসির দাবি

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক আবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন, এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্প্রতিবার বেলা এগারোটায় ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে আয়োজিত কর্মসূচিতে হাজারো গ্রামবাসী, পথচারী, স্কুল শিক্ষার্থী ও শিক্ষকরা সমবেত হন। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী,শিক্ষার্থীরা সবাই মিলে শিশু জিহাদকে নৃশংসভাবে হত্যার বিচার দাবি ও হত্যাকারীর ফাঁসি চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন। এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল হোসেন । আফজাল খানের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা, নিহত জিহাদের মাসহ অনেকেই। বক্তব্যে তারা বলেন, শিশু জিহাদকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে, হত্যা কারীর ফাঁসি চাই। যাতে এমন কাজ যেন কেউ আর না করে। বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হত্যাকারীর ফাঁসি চাই এবং এলাকায় যতো মাদক কারবারী বা মাদক সেবী আছে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন। মানববন্ধন শেষে দাশুড়িয়া ট্রাফিক মোড় হতে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়। প্রায় আধা ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য,গত শুক্রবার (৫জুলাই) ঈশ্বরদী থানাধীন মুনসিদপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর ৩য় শ্রেনীতে পড়ুয়া ৯ বছরের শিশু সন্তান জিহাদকে বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যা করেন আসামী আসিফ। পরে থানায় মামলা দায়ের হলে পুলিশ আসামী আসিফকে আটক করে হাজতে প্রেরণ করে।#

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ