স্টাফ রিপোর্টার ।। জাকজমকপূর্ণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বরদী অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক,কবি,সমাজসেবক ও কন্ঠ শিল্পী এসএম রাজার ৬৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মালগুদাম চত্বরে আলোচনাসভা,কেক কাটা,শুভেচ্ছা বিনিময়,দোয়া মাহফিল ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সে বক্তব্য দেন,নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর। ওস্তাদ এসএম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী পৌর মেয়র ও আওয়ামীলীগনেতা ইসাহক আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন,পানেল মেয়র আবুল হাসেম,আইনজীবি পরিষদের নেতা ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ্যাডভোকেট হেদায়েত-উল হক, প্রধান শিক্ষক আব্দুর রহমান ,সঙ্গীত শিক্ষক মাসুদ রানা,পাপ্পু হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে এসএম রাজাকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদানের পর কেক কেটে মিষ্টিমুখ করা হয়।
পরে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। এতে বেতার ও টেলিভিশনের শিল্পীদের পাশাপাশি শিল্পী এসএম রাজা,তৌশী,নুর মোহাম্মদসহ ডিডিপি মিউজিক একাডেমি ও বাউল সম্প্রদায়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন জয় করেন।#ক্যাপশন ।। অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা।
ক্যাপশন ।। সঙ্গীত পরিবেশন করছেন এসএমরাজা ও তৌশি।
ক্যাপশন ।। এসএম রাজাকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন
সংগঠনের সনতৃবৃন্দ।
0 Comments