মেহেদী হাসান || শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া রোগীর সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আলম এমন মন্তব্য প্রকাশ করেছেন।
১৩ সেপ্টেম্বর বুধবার বগুড়ার সদর হাসপাতালে হয়ে গেল প্রথম জেলাভিত্তিক হিমোফিলিয়া চিকিৎসা বিষয় সেমিনার ও আলোচনা সভা,সকাল ১১টার সময় আরম্ভ হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে সেমিনার ও আলোচনা সভাটি।শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আলম সহ হেমাটোলোজি বিভাগের
প্রধান ডাঃ সুরোজিত শাহ তিতাস এবং সাফিউল আজম আরো ছিলেন রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের প্রধান ডাঃ সাবরিনা ইয়াসমিন বিন্নী ও ডাঃ তন্ময়
উপস্থিত ছিলেন।হিমোফিলিয়া রোগীদের সকল ধরনের সুযোগ সুবিধার কথা আলোচনার এক পর্যায়ে উঠে
আশে।হিমোফিলিয়া চিকিৎসা বিষয়ে তাদের সহযোগীতা হাত অপরিসীম আগামীতে হিমোফিলিয়া রোগীর চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে কতৃপক্ষ।হিমোফিলিয়া রোগীর চিকিৎসা বর্তমানে দিচ্ছে এবং আগামীতে আরো ব্যাপক পরিসরে হিমোফিলিয়া রোগীর চিকিৎসা হবে এ আশা ব্যাক্ত
করেছেন।বগুড়া জেলার ভলান্টিয়ান প্রধান জুনাইদ ইসলাম নিলয়,রোগী ও পরিবারের মধ্যে
মোহনা,রুহুল,ফুল মিয়া ,আকাশ ,সাদিকুল,আলি মিতালি,নয়ন মেহেরাফ উপস্থিত ছিলেন।হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী
শাখার ভলান্টিয়ান প্রধান মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে হিমোফিলিয়া
রোগীর চিকিৎসা বিষয়ের সেমিনার ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
0 Comments