ক্যাপশন ।। পাবনা জেলা আওয়ামীলীগনেত্রী ও প্রয়াত ভ’মিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া বক্তব্য দেন।
জাহাঙ্গীর/সজিব ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক,বিশিষ্ট সমাজকর্মী ও প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া পাবনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষনা দিয়েছেন। বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বলে ঘোষনা দেন। এসময় মাহজেবিন শিরিন পিয়ার সমর্থনকারীরাসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সরকার বার বার দরকার উল্লেখ করে পাবনা জেলা আওয়ামীলীগনেত্রী মাহজেবিন শিরিন পিয়া বলেন,বর্তমান সরকার দেশকে ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
এ আবস্থায় আগামি নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার গঠনের বিকল্প নেই। দলীয় সকল নেতাকর্মীদের এক হয়ে আওয়ামীলীগের বিজয়কে নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে বিমানবন্দর চালু,রেলগেটে ফ্লাইওভার নির্মাণসহ ঈশ্বরদী-–আটঘরিয়ার সকল অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন বলে ঘোষনা দেন।#
0 Comments