ক্যাপশন ॥ প্রধান অতিথির বক্তব্যদেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
টিএ পান্না ॥ মঙ্গলবার রাত আটটায় বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫তম বছর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভা স্কুলের হলরুমে অনুষ্ঠিত হযেছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি বলেন,সকল শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাসহ প্রকৃত শিক্ষা লাভের মাধ্যমে উন্নত জাতি গঠনে পাকশী ইউনিয়নের অভিভাবকদের ভুমিকা রাখা উচিত ।
বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক রওশন আক্তারের সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক খালেকুজ্জামান, রফিকুল ইসলাম লিটন,তানভীর রহমান রুবেল, সুকান্ত লিটন ও রাজিবুল ইসলাম লিটনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনে আগামি অক্টোবর মাসের ২৭ ও ২৮/’২৩ ইং তারিখে ৭৫তম বছর পূর্তি অনুষ্ঠিত হবে। সভায় দেশে বিদেশে অবস্থানকারী সকল প্রাক্তন শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের সহযোগিতা করারও আহবান করা হয়।#
0 Comments