ক্যাপশন ॥ ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত।
এসআই টিটুল,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর মুলাডুলি নিকরহাটা গ্রামে শত্রুতা বশত: ঢেরস ও ধান ক্ষেতে ঘাস মারা বিষ দিয়ে প্রায় ৮০ হাজার টাকার ফসলের ক্ষতি করেছে। একই এলাকার মৃত আল্লেখ প্রামানিকের ছেলে আয়নাল গংয়ের সদস্যরা বুধবার সন্ধ্যায় এই বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করে। বৃহস্পতিবার ঐ এলাকার এক জনপ্রতিনিধির সহযোগিতায় ক্ষতিগ্রস্ত জহুরুল ইসলাম ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ঈশ্বরদী থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ ও ঈশ্বরদী প্রেসক্লাবে দেওয়া লিখিত বক্তব্য সূত্রে এসব তথ্য জানাগেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুলন ও বিচার দাবি।#
0 Comments