শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ের নিকট মল্লিক সুপার মার্কেটে ‘‘রিফ্রেশমেন্ট ক্যাফেটেরিয়া’’ আধুনিক মানের ‘‘রিফ্রেশমেন্ট ক্যাফেটেরিয়া’র উদ্বোধন করলেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

ক্যাপশন ফিতাকেটে ‘‘রিফ্রেশমেন্ট ক্যাফেটেরিয়া’’ কফি শপের উদ্বোধন করলেন নুরুজ্জামান  বিশ্বাস  এমপি

স্টাফ রিপোর্টার,  ঈশ্বরদী    ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ের নিকট ‘‘রিফ্রেশমেন্ট ক্যাফেটেরিয়া’’ আধুনিক মানের ঐতিহ্যবাহী  সময়োযোগী মানস¤মত একটি কফি শপের উদ্বোধন করা হয়েছে। পাবনা- আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান  বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে তিনি ফিতা কেটেও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে কফি শপটির উদ্বোধন করেন।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব  জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি টিএ পান্না,সহসভাপতি আশরাফুল আবেদীন,  ঈশ্বরদী চাউল কল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার,বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান,শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন ওআাব্দুল আজিজসহ বিশিষ্ট ব্যক্তি  ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান  বিশ্বাস এমপি বলেন,দেশ স্বাধীন করা হয়েছিল বলে দেশের উন্নয়ন হয়েছে। প্রধান মন্ত্রী দেশব্যাপি উন্নয়ন কাজ করছেন বলে আজ গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্নস্থানে ব্যবসা প্রতিষ্ঠান  আধুনিক মানের ‘‘রিফ্রেশমেন্ট ক্যাফেটেরিয়া’’ কফি শপের উদ্বোন করা সম্ভব হয়েছে।‘‘রিফ্রেশমেন্ট ক্যাফেটেরিয়া’’ শপের স্বত্ত্বাধিকারী বাদশা  ক্যামির সার্বিক সহযোগিতা  আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।#


ক্যাপশন  বিশেষ দো মাহফিলে অংশ নেননুরুজ্জামান  বিশ্বাস  এমপিসহ অতিথিরা।

 

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ