স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত মাদক,কারেন্ট জাল ও অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার বিকালে পাকশী নতুন স্টেশনের পদ্মা নদীর ধারের ফায়ারিং স্পটের নিকট এসব আলামত ধ্বংস করা হয়। ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে গাজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় মদ, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও মাছ ধরা জাল। এসময় পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা,বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা জেলা ডিবি পুলিশ, লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাড়ির বিভিন্ন অভিযানে এসব মাদক দ্রব্য ও বিভিন্ন অবৈধ দ্রব্যাদি উদ্ধার করা হয়।#
0 Comments