ক্যাপশন ॥ সিসিডিবি অফিস থেকে একটি র্যালি বের করা হয়।
আশরাফুল আবেদীন/এসআই টিটুল ॥ঈশ্বরদীসিসিডিবি অফিসে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিসিডিবির সম্মেলন কক্ষে বাল্যবিবাহ,যৌতুক,নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী সিসিডিবি অফিসের পক্ষ থেকে দিনব্যাপি আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে বক্তব্য দেন,ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা। সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,সমাজসেবা অফিসার মাসুদ রানা,সমবায় কর্মকর্তা মানিক আকন্দ,সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু, কর্মসূচি কর্মকর্তা সুদীপ মন্ডল ও উপজেলা নেটওয়ার্ক নেত্রী জেসমিন আক্তার।
সভায় সিসিডিবির আওতাভুক্ত সকল সমিতি ও নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন। এর আগে সিসিডিবি অফিস থেকে একটি র্যালি বের করা হয়।#
0 Comments