রাসেল মন্ডল ।। ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল সাহাপুর ইউনিয়নের রহিমপুরে মসজিদ কমিটি ও জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হাসান সন্টু সরদার ও কয়েকজন মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার ইফতারের পর এ ঘটনা ঘটেছে। মারাত্নক আহত সন্টু সরদার ও আহতদের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই মসজিদের ইমাম সানাউল্লাহ নূরী,হাসেম মেম্বার ও ছাইদার সরদারের নেতৃত্বে একদল দূর্বৃত্ত আহতদের বাড়ির সামনে ও বাড়িতে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। আহতদের ঈশ্বরদী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনার বিষয় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করে জোড়ালো অভিযান চালমান রয়েছে।#
0 Comments