ক্যাপশন ॥ দুঃস্থ দরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল,সেমাই, চিনি মুরগিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারী পাড়া এলাকায় "হাজারী পাড়ার মানব কল্যাণ ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশরাফুল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু বক্কার সরদার।
এ সময় শতাধিক অসহায় দুঃস্থ দরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল,সেমাই, চিনি মুরগিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।#
0 Comments