স্টাফ রিপোর্টার ॥ কাউন্সিলরদের সরাসরি গোপন ভোটে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ওই দিন বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে বিকাল ৩টা থেকে গোপন ব্যালটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এতে নায়েব আলী বিশ্বাস (গরুর গাড়ী) ১৮২ ভোট পেয়ে বিজয়ী ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ মিন্টু (মাছ) ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। ইছাহক আলী মালিথা (ঘোড়া) ১১২ ভোট ও শাকিবুর রহমান কনক (সাইকেল) ১২৫ ভোট পেয়েছে পরাজিত হন।#
0 Comments