স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ রবিবার বাদ যোহর পাকশীর বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রিয় কবরস্থানে পাকশী রিসোর্টের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জুর(৫৮) দাফন সম্পন্ন করা হয়েছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত পনে বারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামিকাল সোমবার বাদ যোহর পাকশী ফুরফুরা খানকা শরীফে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এদিকে সঞ্জুখানের মৃত্যুতে সাবেক মন্ত্রী এড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,পাবনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,সহসভাপতি ও বিশিষ্ট কবি অধ্যাপক নজরুল ইসলাম মুকুল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।#
0 Comments