শিরোনাম

10/recent/ticker-posts

আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী ঘোষনা উপলক্ষে সংবাদ সম্মেলন

 


ঈশ্বরদী প্রতিনিধি ॥ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী  উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী ঘোষনা উপলক্ষে সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঈশ্বরদী  উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী  উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুন্নাহার শরীফ। আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির নেতা শাকিবুর রহমান শরীফ কনক, আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির নেতা রফিকুল ইসলাম লিটন,ঈশ্বরদী  পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু,উপজেলা আওয়ামীলীগের সহসভাপপতি ইঞ্জিনিয়ার কবীরুল ইসলাম,ফরিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো,শিল্পও বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা,ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক কাদের,আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, সেচ্ছাসেবক লীগের নেতা পৌর কাউন্সিলর আমিনুর রহমান, জেলা কৃষক লীগের অন্যতম নেতা আসাদুর রহমান বীরু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শিরান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাছান রনি,সাধারণ সম্পাদক সুমন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন,আওয়ামীলীগের যে সব নেতা মধু কুঞ্জনে মধুর সন্ধানে থাকে তাদেরকে নিয়ে দলের মধ্যে গ্রুপিং করে সম্মেলন করা যাবেনা। আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে আগামি ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদীতে উপজেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন করতে হবে। যাতে করে দলের ভাবমূর্তি ঠিক থাকে। বক্তারা আওয়ামীলীগের একটি পক্ষকে হুসিয়ারি দিয়ে বলেন,দলীয় গঠনতন্ত্র বহির্ভূতভাবে দীর্ঘদিনের অর্থ লোপাটকারীদের সাথে নিয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করে পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করা হলে যে কোন কিছুর বিনিময়ে তা আওয়ামীলীগ নেতা কর্মীরা প্রতিহত করবে। বক্তারা এমপি নুরুজ্জামান বিশ্রবাসের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনি (নুরুজ্জামান বিশ্বাস)আওয়ামীলীগ নেতাকর্মীদের অভিভাবক। সকলকে আপনার ছায়াতলে রেখে সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত। পরে কামরুন্নাহার শরীফ আগামি ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্ভাব্য সভাপতি প্রার্থী ইছাহক আলী মালিথা ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শাকিবুর রহমান শরীফ কনকের নাম ঘোষনা করে হাত উঁচিয়ে সকলের সাথে পরিচয় করে দেন।। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর আওয়ামীলীগ বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং সাবেক ভ’মিমন্ত্রীর ছেলে আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির নেতা শাকিবুর রহমান শরীফ কনক ও বর্তমান পৌর মেয়র ইছাহক আলী মালিথা গ্রুপে বিভক্ত হয়ে আছে।# 



ক্যাপশন ॥ (১) প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুন্নাহার শরীফ।


Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ