সংবাদদাতা,লালপুর,নাটোর ॥ রবিবার দুপুরে নাটোরের গোপালপুরে মডেল প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে। নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে ও বক্তব্য দিয়ে মডেল প্রেসক্লাবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের আহবায়ক ও জনকন্ঠের সংবাদদাতা শাহ আলম সেলিমের সভাপতিত্বে নর্থবেঙ্গল চিনি মিলের এমডি কৃষিবিদ হুমায়ুন কবীর,লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার,লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঈশ্বরদী উপজেলা লা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সাংবাদিক ইসাহক আলী ও মাজহারুল ইসলাম লিটনসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বকুল বলেন,সাংবাদিকদের ভুমিকা হবে নিরপেক্ষ। তারা তথ্য সম্বলিত সংবাদ পরিবেশন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে। যেসব নেতারা চাঁদাবাজি করে,গরীব মানুষের হক মেরে খায় এবং সরকারের উন্নয় কাজে নানাভাবে বাধা দেয় তাদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ লেখার আহবান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে শহিদুল ইসলাম বকুল এমপি আরও বলেন,একে অপরের মধ্যে মতের পার্থক্ষ্য হতে পারে। কিন্তু সংবাদ লেখার ক্ষেত্রে সকল সাংবাদিককেই তথ্য নির্ভর সংবাদ লিখতে হবে।#
ক্যাপশন ॥ ফিতা কেটে নাটোরের গোপালপুরে মডেল প্রেসক্লাবের উদ্বোধন করছেন শহিদুল ইসলাম বকুল এমপি।
0 Comments