ক্যাপশন ॥ করোনা মহামারীর মধ্যেও ট্রেন যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ ট্রেন ভ্রমনের পরিবেশ সরেজমিনে পরিদর্শণ করেন রেলপথ মন্ত্রী এড,নুরুল ইসলাম সুজন।
টিএ পান্না ॥ করোনা মহামারীর মধ্যেও ট্রেন যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ ট্রেন ভ্রমনের পরিবেশ সরেজমিনে পরিদর্শণ করেন রেলপথ মন্ত্রী এড,নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার তিনি কমলাপুর স্টেশনে অবস্থানরত বিভিন্ন যাত্রীবাহী ট্রেন ও স্টেশন এলাকা পরিদর্শণ করেন। এসময় তিনি যাত্রীদের সাথে কথা বলে সুবিধা অসুবিধার বিষয়েও খোঁজ খবর নেন। এদিকে করোনা মহামারীর মধ্যে রেলপথ মন্ত্রীর স্বশরীরে স্টেশনে উপস্থিত হয়ে যাত্রীদের সুবিধা অসুবিধা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করনের খবর নেওয়ায় ট্রেনযাত্রীসহ দেশবাসীদের অনেকেই সাধুবাদ জানিয়েছেন। ম›ত্রীর পরিদর্শণকালে রেলের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার,মন্ত্রীর এপিএস রাশেদ খানসহ রেলের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মন্ত্রনালয়ের নির্দেশে একই দিন বৃহস্পতিবার রাজশাহী ষ্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার পশ্চিম, মিহিরকান্তি গুহ। এসময়সি সি এম পশ্চিম ,আহসান উল্লাহ ভূঁইয়া, সি ও পি এস পশ্চিম শহিদুল ইসলাম, সি এম ই পশ্চিম কুদরতই খোদা, এডিশনাল চিফ ইন্জিনিয়ার ( ট্রাক ) পশ্চিম আসাদুল হক, সি সি আর এন বি পশ্চিম আসাবুল ইসলাম , এ সি সি এম (আর) পশ্চিমআব্দুল জব্বার ও ষ্টেশন ম্যানেজার আব্দুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন । জিএম মিহির কান্তি গুহ যাত্রীদের সুবিধা-অসুবিধা,স্বাস্থ্য বিধি মানা,মাস্ক পরিধান,স্টেশন ও ট্রেনের পরিচ্ছন্ন পরিবেশ ও যাত্রীদের উঠানামার সুবিধা-অসুবিধার বিষয় শক্তভাবে পর্যবেক্ষণ করেন। এ কারণেও রাজশাহী অঞ্চলের রেল যাত্রীসহ সকল শ্রেণীপেশার মানুষ জিএম মিহির কান্তি গুহসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। চট্রগ্রামেও একইভাবে পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তাদের নেতৃত্বেও উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্টেশন পরিদর্শণ করেন।#
ক্যাপশন ॥ যাত্রীদের সাথে কথা বলে সুবিধা অসুবিধার বিষয়েও খোঁজ খবর নেনরেলপথ মন্ত্রী এড,নুরুল ইসলাম সুজন।
।
0 Comments