স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী || শানিবার রাতে ঈশ্বরদীতে সাড়ে চার বর্ছ বয়সের এক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে জীবন নামের এক বখাটে কিশোরকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতারকৃত জীবন হোসেন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্পের লোকমান হোসেনের ছেলে। এলাকাবাসী ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, গত ১৪ জুলাই (বুধবার) বিকেল পাঁচটায় ঐ আশ্রয়ন প্রকল্পের প্রতিবেশী মজিদুল ইসলামের সাড়ে চার বছর বয়সের শিশু কন্যা মোছাঃ ফাতেমা বাড়ীর আঙ্গিনায় খেলছিল।এসময় প্রতিবেশী বখাটে জীবন ফাতেমাকে ৫ টাকার লোভ দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর ফাতেমার চিৎকারে তার মা মোছাঃ পলি খাতুন দ্রুত মেয়ের কাছে গিয়ে জীবনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।একই সময় প্রতিবেশীরাও ছুটে এলে জীবন পালিয়ে যায়। ঘটনার পর ঐদিন রাতেই ফাতেমার মা মোছাঃ পলি বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা করেন।#
0 Comments