ক্যাপশন (১) ॥ পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
এএ আজাদ হান্নান,ঈশ্বরদী ॥ বুধবার সকালে এমপির ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ এবং অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি গ্রস্থদের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণীর উদ্বোধন করা হয়েছে। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিভিন্ন অনুদান দেওয়া অব্যাহত থাকায় দেশের নি¤œবিত্ত পরিবারের সদস্যদেরও জীবন যাত্রার মানোন্নয়ন হচ্ছে । ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ^াস, ,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,আতিয়া ফেরদৌস কাকলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সাংবাদিক মোস্তাক আহমেদ,কৃষকলীগ নেতা মুরাদ আলী ও আসাদুর রহমানসহ পরিষদের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ব্যক্তি পর্যায়সহ ৪২ প্রতিষ্ঠানে ৫ লাখ ৯২ হাজার টাকা এবং অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি গ্রস্থ দশ পরিবারের মধ্যে নগদ ৪৫ হাজার টাকা ও ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।#
ক্যাপশন (২) ॥ পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ অন্য অতিথিরা ঢেউটিন বিতরণ করেন।
0 Comments