স্টাফ রিপোর্টার॥ বুধবার সকালে ঈশ্বরদী পৌরসভা চত্বরে পৌরসভার পক্ষ থেকে নয় ওয়ার্ডের গরীব ও দুঃস্থ্য ১৫০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে চাউল বিতরণ করেন। এ সময় পৌর মেয়র ইছাহক আলী মালিথা,পৌর সচিব জহুরুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না,পৌর কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানবিশ্বাস বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুঃস্থ্য মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ।#
ক্যাপশন ॥ এমপি ও মেয়র কর্তৃক পৌরসভায় চাউল বিতরণ করছেন।
0 Comments