ঈশ্বরদী প্রতিনিধি ॥ঈশ্বরদীর গোকুল নগরস্থ আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে কাজ বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। বিড়ি ফ্যাক্টরীতে কর্মরত নারী,পুরুষ ও শিশু শ্রমিকরা আজ সকাল থেকে এসব কর্মসূচি পালন করে। কর্মসুচি পালনকালে শ্রমিকরা অভিযোগ করে বলেন,বেতন কম দেওয়া হয় তার ওপর এক বছর পর ঈদ বোনাস দিবেনা বলে জানানো হয়েছে। তবে কিছ ুটাকা জাকাত হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে যা শ্রমিকদের সম্মান হানীকর হয়েছে। নারী শ্রমিক বুলবুলিসহ অন্যান্য শ্রমিকরা অভিযোগ করে বলেন,ফ্যাক্টরী প্রশাসন স্থানীয় কয়েকজন নেতাকে কিনে নিয়ে শ্রমিকদের বেতন কম দেওয়াসহ নানাভাবে নির্যাতন চালানো হয়। সিকিউরিটি গার্ড নাজমুল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়। এজন্য সিকিউরিটি গার্ড নাজমুলের অপসারণ দাবি করা হয় শ্রমিকদের পক্ষ থেকে। শ্রমিকদের অভিযোগর বিষয় ভিত্তিহীন দাবি করে ফ্যাক্টরীর বাইরে থাকা ফ্যাক্টরী ম্যানেজার আলমগীর কবীর সাংবাদিকদের জানান,আমি ফ্যাক্টরীতে এসে সব ব্যবস্থা নিব। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।#
ক্যাপশন ॥ ঈশ্বরদীতে বিড়ি ফ্যাক্টরী শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ।
0 Comments