ক্যাপশন ॥ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রিয় যুবদলের দপ্তর সম্পাদক কামরজ্জামান দুলাল সাক্ষরিত সদ্য ঘোষিত ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরদী পৌর যুবদলের পক্ষ থেকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল,ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা সুলতান হোসেন টনি,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস,এম,ফজলুর রহমান ও উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বক্তব্য দেন। বক্তারা বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমানকে স্মরণ করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অপসারণ দাবি করে আগামি সাত দিনের মধ্যে সদ্য ঘোষিত যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা না হলে ঈশ্বরদীপৌর যুবদলের আহবায়ক কমিটি থেকে অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করবে বলে আল্টিমেটাম ঘোষনা করেন। এসময় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি ও এর সকল অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নিয়ে একটি ধুম্্র জাল সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বিএনপি নেতা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের স্বৈরাচারী ও ধ্বংসের প্রতিফলন আজকের এই পৌর যুবদলের আহবায়ক কমিটি। যেখানে বাদ পড়েছে আওয়ামী সরকারের মিথ্যা মামলার ফাঁসির দ-াদেশ প্রাপ্ত সাবেক পৌর যুবদল সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, বারবার কারাবরণকারী পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তার হোসেন নিফা , সহসাবেক সহ-সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সুজন, মোঃ আব্দুলসহ আরো অনেকে। অথচ দলকে তিলে তিলে ধ্বংস ও দুর্বল করার লক্ষ্যে বিগত ১৩/১৪ বছর দলীয় কোনো কর্মকা-ে জড়িত ছিলনা এমন ব্যক্তিদের হাবিবুর রহমান হাবিব পৌর যুবদলের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।
তারা বলেন,হাবিবুর রহমান হাবিবের এই হীন প্রচেষ্টা কমিটি বাণিজ্য ও দল ধ্বংসের কার্যক্রমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি সেই সাথে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অপসরণের দাবি জানাচ্ছি। ঈশ্বরদী পৌর যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী সাত দিনের মধ্যে বিলুপ্ত করে আলোচনা সাপেক্ষে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি করতে হবে। তা না হলে পরবর্তীতে ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌর বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানানো হয়। বক্তারা আগামী সাত দিনের মধ্যে সদ্য গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি না করা হলে পৌর যুবদলের আহবায়ক কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করবে বলে আল্টিমেটাম ঘোষনা করেন।#
0 Comments