শিরোনাম

10/recent/ticker-posts

বেলারুশ নাগরিকের মৃত্যু

 

আশরাফুল আবেদীন ॥ বুধবার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত হানচারাও আলিয়াকসান্দ্র (৫৮) এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ‘নিকিম-এটমস্ট্রোয়’ নামে রাশিয়ান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫৪ নম্বর কক্ষে থাকতেন। তিনি ঐ কক্ষে অবস্থান করছিলেন। অনেকক্ষণ তাঁর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ধারণা করা হচ্ছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতালের হিমাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে সংশ্লষ্ট দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানো হবে।#


Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ