স্টাফ রিপোর্টার ॥ ‘নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করি,করোনাকালে সমতার বিশ্বগড়ি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঈশ্বরদী সিসিডিবি অফিসে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল দিনব্যাপি আলোচনাসভা,নাটক,জারিগান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদীর সমাজ সেবা অফিসার মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না ও সিসিিিডবর এরিয়া ব্যবস্থাপক ডা: নাঈমা ইসলাম। জেসমিন জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সিনিয়ার প্রকল্প অফিসার রুবেন মধু,প্রগ্রাম অফিসার সুদীপ মন্ডল,সমাজ সংগঠক পারভীন সুলতানা,সাবিত্রী মন্ডল ও শিল্পী খাতুন বক্তব্য দেন। নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় সিসিডির দিনব্যাপি সমাজ সচেতনতা মূলক আয়োজনকে দর্শকদের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।#
0 Comments