স্টাফ রিপোর্টার ॥ রবিবার সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান উদ্বোধন করা হয়েছে। পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস টিকাদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ও সাবেক সাংসদ মুন্জুর রহমান বিশ্বাস প্রথমে টিকা গ্রহনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে টিকা গ্রহন করেন ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুর বাতেন, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরন, স্বপন কুমার কুন্ডুসহ অন্যরা। #
ক্যাপশন ॥ সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের প্রথম টিকা গ্রহনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
0 Comments