স্টাফ রিপোর্ট ।। আওয়ামীলীগ অফিস ও উপজেলা পরিষদে জাতীয় ও শোক পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,আওয়ামীলীগ,বিএনপি,আইনজীবি পরিষদসহ বিভিন্ন সংগঠণ ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈশ্বরদী ও পাকশীর কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এলজিইডির ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে ফিতা কেটে,বিশেষ মোনাজাত ও বক্তব্যের মধ্য দিয়ে পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা,মক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না,
সহসভাপতি বিপুল জোয়ারদার,এড.হেদায়েত উল হক,আশরাফুল আবেদীন ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান সহ অন্যরা উপস্থিত ছিলেন।#
0 Comments