জিএম.দোলন ॥ ঈশ্বরদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করা হয়। সন্ধ্যায় পোষ্ট অফিস মোড়স্থ ছাত্রলীগ কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনের আলোচনা সভা ও কেক কাটা অনুঠানের আয়োজন করা হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। বিশেষ অতিথি ছিলেন,ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস।বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন,কলেজ শাখার সভাপতি খন্দকার মোহাম্মদ আরমানসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদক বৃন্দ। পরে সত্তর দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদুকে মধ্যমনি করে নেতাকর্মীরা কেক কাটার আয়োজন করে। প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানাগেছে।#
0 Comments