ঈশ^রদী প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতুর কাজ শেষ হলে এবং ঈশ^রদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই ঈশ^রদী থেকে কক্সবাজারের মধ্যে সরাসরি ট্রেন চালু করা হবে বলে মন্তব্য করেছেন,রেলপথ মন্ত্রী এড.নুরুল ইসলাম সুজন। আজ দুপুরে রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা যাওয়ার পথে ঈশ^রদী স্টেশনে বিরতীকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব মন্তব্য করেন। এসময় পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদুর রহমান,পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হাসান আনন্দ,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের ও ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সমপাদক এএ আজাদ হান্নান, শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর আলমসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 Comments