স্টাফ রিপোর্টার ।। গাজীপুরের একটি মাদ্রাসা থেকে পালানোর বারো ঘন্টা পর ঈশ^রদী রেলওয়ে থানা পুলিশ তাওহিদ হাসান জিহাদকে(১০) উদ্ধার করে মঙ্গলবার সকাল দশটায় তার পিতা মোফাজ্জেলের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় জিহাদের পরিবারের পক্ষ থেকে ঈশ^রদী রেলওয়ে থানা পুলিশকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।
ঈশ^রদী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান,নেত্রকোনা জেলার পূর্বধলা থানাস্থ জিরিয়াসা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে তাওহিদ হাসান জিহাদকে গাজীপুরের একটি মাদ্রাসায় সম্প্রতি ভর্তি করা হয়। সেখান থেকে সে সোমবার সকাল ছয়টায় পালিয়ে যায়। পরে মাদ্রাসার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তার অভিভাবকদের সংবাদ দেওয়া হয়। সম্ভাব্য স্থানে জিহাদের সন্ধান চলতে থাকে। এমনতাবস্থায় সোমবার রাত বারোটায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশন প্লাট ফর্মে ক্রন্দনরত অবস্থায় পাওয়া যায়। ঈশ্বরদী রেলওয়ে থানার ডিউটি অফিসার শিশুটিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে তার পিতা ও বাড়ির ঠিকানা উদ্ধার করেন। পরবর্তীতের্ ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কর্মকার শিশুটিকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের নিরাপদ হেফাজতে রেখে জিহাদের বাড়িতে সংবাদ দেন। জিহাদের পিতা ওবোন আসার পর মঙ্গলবার সকাল দশটায় জিহাদকে তাদের কাছে বুঝিয়ে দিলে তারা আবেগে আপ্লুত হয়ে ঈশ^রদী রেলওয়ে থানা পুলিশকে বিশেষভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।#
0 Comments