শিরোনাম

10/recent/ticker-posts

রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিদের অনিয়মের শাস্তি দাবিতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা


স্টাফ রিপোর্টার ।।  বিশেষ সুবিধা নিয়ে অবৈধভাবে রেলওয়ের ঈশ্বরদীর কানুনগো অফিসের অধিনস্ত করিমপুর জলাশয়  প্রায় দশ হাজার টাকা কম মূল্যে টেন্ডার দেওয়ার প্রতিবাদ, দোষীদের শাস্তি ও বৃত্তহীন সমিতির নামে পুণরায় লিজ প্রদানের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বৃত্তহীন সমিতির পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন, বৃত্তহীন সমিতির সভাপতি সুলতান সরদার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। তারা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ১৯৮৩ সাল থেকে অত্র সমিতির নামে বাৎসরিক ২৪ হাজার টাকা হারে খাজনা দিয়ে ১০ একর ৮০ শতাংশ জলাশয় ভোগ করে আসছিলাম। জলাশয় সংলগ্ন সমিতির সদস্যরা স্থায়ী বাসিন্দাদের তিন একর পৈতৃক সম্পত্তি ভেঙ্গে একই জলাশয়ে রুপান্তরিত হয়েছে। এতে সমিতির সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় রেলওয়ের অসাধু কর্মকর্তারা মোটা অংকের টাকা ঘুষ নিয়ে কোন নোটিশ না দিয়ে কথিত টেন্ডারের মাধ্যমে একর প্রতি ১০ হাজার টাকা কম  দরে অন্যত্রে লিজ দেওয়ার পাঁয়তারা করছেন। যা ২০০৬ সালের ২৩ মার্চ তারিখে বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেটের সম্পূর্ণ পরিপন্থী। 


সাংবাদিক সম্মেলনে বক্তারা কর্মকর্তাদের অপচেষ্টার তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে আরও  বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের অসাধু কর্মচারী-কর্মকর্তারা মোটা অংকের টাকা ঘুষ নিয়ে আমাদের কোন নোটিশ বা মৌখিকভাবে না জানিয়ে অবৈধভাবে কথিত টেন্ডারের মাধ্যমে একর প্রতি ২৪হাজার ৫০০ টাকার স্থলে ১৪ হাজার  ৫০০ টাকা দরে গোপনে টেন্ডার দাখিল করিয়ে কম দরে অন্যত্রে লিজ দেওয়ার পাঁয়তারা করছেন। যা ২০০৬ সালের প্রকাশিত বাংলাদেশ সরকারের গেজেটের সমপূর্ণ পরিপন্থী। তারা বলেন,কতিপয় কর্মকর্তা-কর্মচারিরা রেলওয়েতে চাকরী করে বেতন নিয়মিত বেতন গ্রহণ করলেও সরকারের স্বার্থবিরোধী কাজ করছেন। তারা নিয়মমাফিক  বৃত্তহীন সমিতির নামে খাজনা গ্রহন পূর্বক পুণরায় লিজ নবায়নের ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে সরকারের দায়িত্বশীল পদে থেকে যেসব কর্মচারি-কর্মকর্তারা রেলওয়ের আর্থিক ক্ষতি করে নিজেরা লাভবান হচ্ছেন  তাদের সকল প্রকার কাজের এবং অশুভ অপচেষ্টার তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।









Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ