ডেস্ক রিপোর্ট ।। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর চৌকস অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে শহরের হরিজন পল্লীর নিকটস্থ দরিনারিচা এলাকায় অভিযান চালিয়ে ১৫’শ লিটার দেশীয় মদসহ জিতেন,মহেস বাঁসফোড় ও কার্তিক নমের তিন ব্যক্তিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে এসআই দেওয়ান মোঃ আলমগীর,এসআই মাসুদ ও এ এসআই মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মদের ব্যবসা করার অভিযোগের সূত্র ধরে তদন্তের পর অভিযান চালানো হয়।
0 Comments