শিরোনাম

10/recent/ticker-posts

প্রকাশ্যে এল Realme X7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন!


অনলাইন ডেস্ক ।। লঞ্চের আগেই প্রকাশ্যে এসে গেল Realme X7 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন। চিনে পয়লা সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা এই স্মার্টফোনের। এই ফোনটিতে সম্ভাব্য ৪ হাজার ৫০০ mAh এর ব্যাটারি থাকবে। ওই দিনেই চিনে লঞ্চ হওয়ার কথা Realme X7 এরও।
এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন...
১. সম্প্রতি চিনের ওয়েবোতে প্রকাশিত তথ্য অনুযায়ী ফোনটিতে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ২.৬GHz এর প্রসেসরের সঙ্গে থাকতে পারে হোল পাঞ্চ ডিজাইন।
২. ফোনটির পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। যার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেল ও একটি ৮ মেগাপিক্সেল এবং দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৩.ফোনটির ওজন ১৮৪ গ্রামের মতো হতে পারে। ফোনটি উপলব্ধ হতে পারে কালো, সাদা ও বেগুনি এই তিনটি রঙে।
৪. ফোনটির স্ক্রিনের মধ্যেই থাকতে পারে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড ১০ এর সুবিধা মিলতে পারে এই ফোনে। ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ROM-সহ বাজারে আসতে পারে এই ফোন।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ