শিরোনাম

10/recent/ticker-posts

করোনায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩,৯০৭

অনলাইন ডেস্ক ।। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৬ জনের মৃত্যু । এরমধ্যে পুরুষ ৩৬ জন ও নারী দশজন।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯০৭।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবে ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫৯৫টি।
এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ২৬৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন করোনা থেকে সুস্থ হলো।
নতুন ৪৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন ও বাড়িতে একজন।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ