অনলাইন ডেস্ক ।। অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। একইসঙ্গে, এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আজ এ অভিযোগ গঠন করেন।
এদিকে সাহেদকে আদালতে হাজির করা হলে, বিচারক তাকে অভিযোগ পড়ে শোনালে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান সাহেদ।
এর আগে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে, মামলার চার্জ গঠনের জন্য আজ দিন ধার্য করা হয়।
0 Comments