অনলাইন ডেস্ক ।। সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ, লিয়াকত ও
নন্দদুলালকে নিয়ে, মেজর সিনহার নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব।
এদিকে, পুলিশের জব্দ করা বিভিন্ন সরঞ্জাম র্যাবের কাছে হস্তান্তর করা
হয়েছে।
শুক্রবার সকালে ঔ তিন আসামীকে নিয়ে
টেকনাফের বাহারছড়া চেকপোস্টে যায় র্যাবের তদন্তদল। এর আগে, সাবেক মেজর
সিনহা রাশেদ খানের সহকর্মী শিপ্রা রানী দেবনাথের ইলেকট্রনিক্স ডিভাইসসহ
জব্দ করা ২৯ উপকরণ র্যাবের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এর আগে, গতরাতে রামু থানা থেকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বিমান
চন্দ্র কর্মকারের নেতৃত্বে র্যাবের একটি প্রতিনিধি দল এসব মালামাল গ্রহণ
করেন। রামু থানার ওসি আবুল খায়ের জানান, আদালতের আদেশে র্যাবের কাছে
হস্তান্তর করা হয়।
0 Comments