অনলাইন ডেস্ক ।। করোনার এই উর্ধ্বসূচক কালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি করোনা সংক্রমণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এ সিদ্ধান্তের ফলে সৃষ্ট তথ্যপ্রাপ্তির বাধা জনসচেতনতায় আরও ঘাটতি তৈরি করবে, এমন মত দিয়ে, একে নেতিবাচক হিসেবে দেখছেন তারা।
বিধিমালা অনুযায়ী বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমে কথা বলতে কিংবা অনলাইনে বক্তব্য, মতামত বা নিবন্ধ প্রকাশ করতে পারবেন না। এমন একটি চিঠি সব সচিবদের কাছে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯৭৯ সালের বিধিমালার কথা উল্লেখ ক’রে চিঠিতে বলা হয়েছে, ওই বিধিমালার ২২ নম্বর বিধির ব্যাত্যয় ঘটিয়ে কোনো কোনো সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া গণমাধ্যমে তথ্য দিচ্ছেন। কিন্তু এখন থেকে কথা বলার ক্ষেত্রে বিভাগ প্রধানদের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না।
সরকারের এমন সিদ্ধান্ত জনগণের কাছে স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে- উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই সময়ে প্রতিদিনের তথ্য জনগণকে সচেতন করতে সাহায্য করত।
সরকারি কর্মকর্তারাই একমাত্র সঠিক সংবাদ দিতে পারেন, মন্তব্য করে, এ সিদ্ধান্তের ফলে নির্ভুল তথ্য থেকে জনগণ বঞ্চিত হবে বলেও মত দেন তারা। গণমাধ্যমে তথ্য দিলে জনগণ সচেতন হওয়ার পাশাপাশি, সরকারের স্বচ্ছতারও প্রকাশ ঘটবে বলেও মনে করেন এ বিশেষজ্ঞরা।
0 Comments