শিরোনাম

10/recent/ticker-posts

বার্ষিক পরীক্ষা না হলে অটো-প্রমোশনের কথা ভাবছে সরকার: প্রধানমন্ত্রী

 
অনলাইন ডেস্ক ।। করোনাকালে সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা না হলে অটো প্রমোশনের কথা ভাবছে সরকার- এমনটিই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে, একথা বলেন তিনি।
এসময়, ২০২১ সালে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে ২টি বিদ্যুৎকেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্রে, ৬টি সঞ্চালন লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ উৎপাদনে সবসময় ভতুর্কি দেয়া সম্ভব নয় জানিয়ে, ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের ৯৭ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে জানিয়ে আগামী বছরে তা শতভাগে উন্নীতের আশা প্রকাশ করেন সরকারপ্রধান।
করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা সংকট প্রসঙ্গেও কথা বলেন, প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি সরকার বুঝতে পারছে উল্লেখ করে বার্ষিক পরীক্ষা না হলে, প্রয়োজনে অটো প্রমোশনের বিষয়ে ইঙ্গিত দেন তিনি।
এসময় শেখ হাসিনা বলেন, মানুষের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে বহুমুখী পরিকল্পনা নেয়া হয়েছে।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ