স্টাফ রিপোর্টার ।। শনিবার দিনব্যাপি বঙ্গবন্ধুর সৃষ্টি অসাম্প্রদায়িক বাংলাদেশকে পূর্ণাঙ্গ সোনার বাংলায় পরিণত করার অঙ্গিকারের মধ্য দিয়ে ঈশ্বরদীতে জাতির জনকের ৪৫তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আওয়ামীলীগ, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা এ্যাড.রবিউল আলম বুদু,উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,পৌরসভা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,আইনজীবি পরিষদ,চাউলকল মালিক গ্রুপ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পনের আগে শহরে কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা এ্যাড.রবিউল আলম বুদু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,আইনজীবি পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরে শোক র্যালি বের করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
0 Comments