ডেস্ক রিপোর্ট ।। সকল জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে মনোনয়ন যুদ্ধের উত্তেজনা শেষ করে দিয়েছে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। সাবেক ভু’মিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির মৃত্যুর পর থেকে এই আসনে এমপি হওয়ার প্রত্যাশায় প্রায় ২০ জন সম্ভাব্য প্রার্থী নানা কায়দায় মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনী এলাকায় কাজ করে চলছিল। মনোনয়ন চুড়ান্তের দিন যতই ঘনিয়ে এসেছে মাঠে ততই প্রার্থীর সংখ্যা বাড়তে থাকে।
শেষ পর্যন্ত ২৮ জন নেতা মনোনয়ন পত্র ক্রয় করেন। এদের মধ্যে দু’একজনকে নির্বাচনী এলাকার অনেকেই চিনেন না। তারপরও তারা তাদের পক্ষ থেকে আপ্রান চেষ্টা করেন সোনার হরিণ দলীয় চুড়ান্ত প্রার্থীতা পাবার। শেষ পর্যন্ত পুরান চাল ভাতেবাড়ে কথাটি শেষ বয়সে মনোনয়ন যুদ্ধে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিলেন নুরুজ্জামান বিশ্বাস। আজ ৩০ আগস্ট ঢাকার ধানমিন্ডর দলীয় কার্যালয় থেকে তাকে মনোনয়ন দেওয়া হয় পাবনা-৪ আসনের আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে।
0 Comments