অনলাইন ডেস্ক ।। ভারতের বাজারে নিজেদের পরবর্তী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Asus। জানা গিয়েছে, আগামী ২৬ অগাস্ট লঞ্চ হবে Asus-এর নতুন স্মার্টফোন Zenfone 7। ওই দিন ভারতীয় সময় সকাল সাড়ে ১১ টায় লঞ্চ হবে Asus Zenfone 7।
শোনা যাচ্ছে, ডুয়াল ফ্লিপ ক্যামেরা সেটআপের (৪৮-মেগাপিক্সেল সেন্সর + ১৩ মেগাপিক্সেল সেন্সর) সঙ্গে লঞ্চ করবে এই ফোন। এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। থাকতে পারে ফেস রিকগনিশন সিস্টেম। এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন-সহ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে।
এই ফোনে থাকতে পারে Android 10 অপারেটিং সিস্টেম সঙ্গে Snapdragon 865 Plus চিপসেট। থাকছে ৬/৮ জিবি RAM এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
0 Comments