শিরোনাম

10/recent/ticker-posts

ফ্রান্সে বাংলাদেশি হত্যায় আটক ৩


অনলাইন ডেস্ক ।। ফ্রান্সে বাংলাদেশি হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত জালালের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
এর আগে গত শনিবার ফ্রান্সের সারজি এলাকায় ঐ প্রবাসীকে তার দামী মোবাইল কেড়ে নেয়ার উদ্দেশ্যে হত্যা করে তার দুই আফ্রিকান রুমমেট। এ ঘটনায় তদন্ত শেষে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহতের যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই  আহাজ মিয়া জানান, ফ্রান্সের সরকারি একটি বাসায় দুই আফ্রিকান নাগরিকের সঙ্গে বসবাস করতেন জালালসহ আরও এক জন বাংলাদেশি। শনিবার রাতে দুই আফ্রিকান মিলে তাকে হত্যা করে তার মরদেহটি প্যান্টের বেল্টের সাহায্যে খাটের খুঁটিতে ঝুলিয়ে রাখে তারা।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ২ জন আফ্রিকান সরাসরি অংশ নেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ