স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নিশ্চিত বিজয়ী হবো এবং বিজয়ের পর সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রিয় আওয়ামী মৎস্যজীবি লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও পাবনা- ৪ উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল আলীম। শুক্রবার সকালে শহরের হোয়াইট হাউজে আয়োজিত ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক মত বিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। মত বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা মৎস্যজীবিলীগের সভাপতি কাজী জাকিরুল মওলা জিয়া,ঈশ্বরদী উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি সৈয়দ আমিরুল আলম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ঝন্টু ও তৃণমূল আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম বক্তব্য দেন।
তিনি বলেন,মাদক মুক্ত করতে হলে নিজে মাদক মুক্ত হয়ে সমাজকে মাদক মুক্ত করতে হবে। আমি মাদক মুক্ত,মনোনয়ন পেলে ডিজিটাল স্টাইলে মাদক মুক্ত করবো। আলীম আরও বলেন,আমি মনোনয়ন পেলে নির্বাচিত হবো,জনগন আমার সাথে আছে। আমি এমপি হলে সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের অসমাপ্ত সব কাজ করতে চাই। একই সাথে ঈশ্বরদী–আটঘরিয়ার মানুষের স্বার্থে কৃষি বিশ্ববিদ্যালয়,বিমানবন্দর চালু করবো, নৌবন্দর করবো। ফ্লাইওভার নির্মাণসহ সাধ্যমত জনগনের উন্নয়নে কাজ করব।এসময় বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,মৎস্যজীবিলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
0 Comments