![]() |
ঈশ্বরদী হাসপাতালে মাস্ক,পিপি,গগজ,হ্যান্ডসেনিটাইজার বিতরণ করছেন ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু।
|
স্টাফ রিপোর্টার ॥ পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের উপনির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু করোনা মোকাবেলায় মঙ্গল ও বুধবার ঈশ্বরদী এবং আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ স্টেশনে প্রায় ২৫’শ মাস্ক,পিপি,গগজ,হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেছেন। এছাড়াও তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সম্প্রতি ঈশ্বরদী-আটঘরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,কবরস্থান চত্বরে ২৫’শ বিভিন্ন ফলজ বৃক্ষের চারা রোপন করেছেন। এতে এসব এলাকায় সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্য সম্মত পরিবেশশ সৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। এসব কাজে বিভিন্ন বিশ্বরবিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলাঘরের সদস্যরা অংশ নেন।
0 Comments