শিরোনাম

10/recent/ticker-posts

বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষার আহবান প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক ।। দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দাবি করে বিলুপ্ত প্রজাতির মাছকে রক্ষার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বুধবার গণভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। এসময় সরকার মৎস্য খাতের গুরুত্ব উপলব্ধি করে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ এবার বিশ্বে দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে বলে জানান তিনি।
করোনা সংকটের মধ্যেও মৎস্য অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মীরা ঝুঁকি নিয়ে মাছের উৎপাদন, বিপণন এবং রফতানি অব্যাহত রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ